তেওতা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে শিবালয় উপজেলার তেওতা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় স্কুল ও কলেজর মাঠ প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ও কলেজের দাতা সদস্য বাংলাদেশ প্রেস কাউন্সিলর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোঃ আকনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, শিবালয় থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুরুজ,রবিউল ইসলাম, মোহাম্মদ ফয়সালসহ স্কুল ও কলেজের সকল শিক্ষক, ছাত্র ছাত্রী,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
এ সময় স্কুল ও কলেজের সকল ছাত্রছাত্রীগণ প্রধান অতিথির নিকট দাবী তোলেন আমাদের খেলার মাঠ চাই। এই স্লোগানে স্কুল ও কলেজ প্রাঙ্গণের মুখরিত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই তিনি সকল শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এই স্কুল থেকে সুশিক্ষায় শিক্ষিত হন এবং সমাজের মুখ উজ্জ্বল করেন আমি আপনাদের সাথে থাকবো। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও আরেকটি শিক্ষা। তাই আমি আমার পরিবারের সাথে আলাপ-আলোচনা করে আমার জমি যদি থাকে তাহলে খেলার মাঠ ব্যবস্থা করে দেব।
সবশেষে তিনি বলেন,ক্রীড়ানুষ্ঠান স্কুল ও কলেজের সুনাম বৃদ্ধি করেছে এবং সহশিক্ষা কার্যক্রমের চর্চায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে এবং তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ধারাবর্ণনার প্রশংসা করে ছাত্র-ছাত্রী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দদের অভিনন্দন জানান।