ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ খেলাফত মজলিশে হিন্দু সম্প্রদায়ের যোগদান দুই কিশোরকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নিক্সন চৌধুরীর ক্যাশিয়ার ও আ.লীগ নেতা রমজান শিকদার ধরাছোয়ার বাইরে পাট অধিদপ্তর উপ-সচিব সৈয়দ ফারুক আহমেদের বাবা কে? বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়ন কমিটি গঠন ভাঙ্গায় বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন ময়মনসিংহের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা পারভীন কাজলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের সমর্থনে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে বিনামূল্যে ধানবীজ, পাটবীজ ও সার বিতরণ ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা পারভীন কাজলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ১৩৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা পারভীন কাজলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক দুর্নীতি, ও জনসাধারণের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছেন তিনি—এমন অভিযোগ করেছেন এলাকাবাসী।

জানা গেছে, সিটি কর্পোরেশনের পলাতক মেয়র ইকরামুল হক টিটু ও একাধিকবার গ্রেফতার হওয়া প্যানেল মেয়র আসিফ হোসেন ডনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিকবার তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা এবং টিসিবি পণ্যের কার্ড বিতরণেও ঘুষ গ্রহণ করতেন। কেউ এসব সুবিধা নিতে গেলে তাকে ‘মোটা অঙ্কের টাকা’ দিতে হতো। শুধু তাই নয়, তার বোন পারভীন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে চক্রবৃদ্ধি হারে সুদে টাকা তুলে ‘সুদের ব্যবসা’ চালিয়ে গেছেন দীর্ঘদিন। সুদের টাকা দিতে না পারলে অনেক অসহায় পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

আরও জানা যায়, এলাকার মধ্যে জমি কেনা-বেচার ক্ষেত্রে কাউন্সিলর কাজলকে ঘুষ না দিলে কোনো কাজ সম্পন্ন করা যেত না। স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, “জমি বিক্রি করতে গেলেও কাউন্সিলরকে টাকা দিতে হতো, না হলে ঝামেলায় পড়তে হতো।”

বর্তমানে এই বিতর্কিত কাউন্সিলর বিএনপির স্থানীয় এক প্রভাবশালী নেতার আশেপাশে ভিড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, তার মতো দুর্নীতিবাজ ও বিতর্কিত ব্যক্তিকে কোনোভাবেই দলে গ্রহণ করা হবে না। বরং তার পূর্বের অপকর্মের জন্য শাস্তির ব্যবস্থা হবে বলেও জানান বিএনপি নেতৃবৃন্দ।

স্থানীয়রা বলেন, “যেমন কর্ম, তেমন ফল—সময়ই তার বিচার করবে।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা পারভীন কাজলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আপডেট সময় : ০১:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা পারভীন কাজলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক দুর্নীতি, ও জনসাধারণের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছেন তিনি—এমন অভিযোগ করেছেন এলাকাবাসী।

জানা গেছে, সিটি কর্পোরেশনের পলাতক মেয়র ইকরামুল হক টিটু ও একাধিকবার গ্রেফতার হওয়া প্যানেল মেয়র আসিফ হোসেন ডনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিকবার তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা এবং টিসিবি পণ্যের কার্ড বিতরণেও ঘুষ গ্রহণ করতেন। কেউ এসব সুবিধা নিতে গেলে তাকে ‘মোটা অঙ্কের টাকা’ দিতে হতো। শুধু তাই নয়, তার বোন পারভীন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে চক্রবৃদ্ধি হারে সুদে টাকা তুলে ‘সুদের ব্যবসা’ চালিয়ে গেছেন দীর্ঘদিন। সুদের টাকা দিতে না পারলে অনেক অসহায় পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

আরও জানা যায়, এলাকার মধ্যে জমি কেনা-বেচার ক্ষেত্রে কাউন্সিলর কাজলকে ঘুষ না দিলে কোনো কাজ সম্পন্ন করা যেত না। স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, “জমি বিক্রি করতে গেলেও কাউন্সিলরকে টাকা দিতে হতো, না হলে ঝামেলায় পড়তে হতো।”

বর্তমানে এই বিতর্কিত কাউন্সিলর বিএনপির স্থানীয় এক প্রভাবশালী নেতার আশেপাশে ভিড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, তার মতো দুর্নীতিবাজ ও বিতর্কিত ব্যক্তিকে কোনোভাবেই দলে গ্রহণ করা হবে না। বরং তার পূর্বের অপকর্মের জন্য শাস্তির ব্যবস্থা হবে বলেও জানান বিএনপি নেতৃবৃন্দ।

স্থানীয়রা বলেন, “যেমন কর্ম, তেমন ফল—সময়ই তার বিচার করবে।