ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল বাহিনীর আগ্রাসন ও বর্বরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল পাঁচটায় সালথায় সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য শাইখুল হাদিস আল্লামা আকরাম আলী সাহেব এর সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল ফজল মুরাদ, সালথা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান, পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আসাদ মাতুব্বর প্রমুখ।
এছাড়া অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় গাজাবাসীদের সাহায্যে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান। নেতৃবৃন্দ বাংলাদেশ সহ ইসলামি বিশ্বকে ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান। এছাড়াও জাতিসংঘের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেন। তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে গাজাবাসীর পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের জন্য কাজ করার দাবি জানান।